ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪

গাজীপুরের কালিয়াকৈরে প্রাণিসম্পদ প্রদর্শনী কর্মসূচি পালিত

গাজীপুরের কালিয়াকৈরে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে । উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের উদ্যোগে শনিবার দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয় । কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরে কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীর রুমেল । এসময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: ফৌজিয়া কাদির, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: মোঃ জহুরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন । প্রদর্শনীতে গরু, ছাগল ,মহিষ ,ভেড়া, দুম্বাসহ বিভিন্ন প্রজাতির পশুপাখি ৩০ টি স্টল বসানো হয় । অনুষ্ঠানে উদ্যোক্তা ও খামারীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয় ।আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরো মিয়া, কালিয়াকৈর পৌর শ্রমিক লীগের সভাপতি হারিছ উজ্জামান খান হারিজসহ অন্যরা উপস্থিত ছি‌লেন।

ads

Our Facebook Page